নিউজ ডেস্ক - সোমবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের পোতাপাড়া ২৩ নম্বর ICDS সেন্টারে খাবার সহ বিভিন্ন বিষয়ের অভিযোগ নিয়ে অভিভাবকেরা দীর্ঘক্ষণ ধরে আটকে রেখে বিক্ষোভ দেখব ICDS সেন্টারের দিদিমণির বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে।
তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি কাগজে-কলমে উপস্থিতির হার বেশি দেখান। শুধু তাই নয়, অভিভাবকদের আরও দাবি, দিনের পর দিন শিশুদের নিম্নমানের খাবার দেন। ছাতু বা ডিমের মতো বেশ কিছু খাদ্য সামগ্রী বাচ্চাদের দেওয়াই হয় না। সময়মতো সেন্টারেও ওই দিদিমণি আসেন না ।আর সেই অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
এদিন বিক্ষোভ শুরু হওয়ার পর বাদুড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দিদিমণিকে সেখান থেকে উদ্ধার করে। তবে , সব অভিযোগ অস্বীকার করেছেন অন্নপূর্ণা। তিনি জানাচ্ছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যা বলা হচ্ছে, তার পুরোটাই মিথ্যে বলে দাবি করেছেন তিনি।