WEST BENGAL : রাজ্যের প্রতিটি ব্লকে বসতে চলেছে‘শিল্প সমাধান শিবির', যা চলবে অন্তত ৬ দিন

 

নিউজ ডেস্ক - রাজ্যের ক্ষুদ্র,কুটির ও হস্তশিল্পীদের বিভিন্ন সমস্যা ও সরকারি প্রকল্প সর্ম্পকে সচেতন করতে এইবারে রাজ্যের প্রতিটি ব্লক বসানো হবে‘শিল্প সমাধান শিবির'।এই শিবির আগামী ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে । আর প্রতিটি ব্লকে এবং পুর এলাকায় ৫৫০ টি শিবির খোলার যা অন্তত ৬ দিন চলার নির্দেশ রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের। এই শিবিরে হস্ত ও কারুশিল্পীদের অন্তত ১০টি স্টল থাকতে হবে। সাথে ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের প্রতিনিধি ছাড়াও পঞ্চায়েত, কৃষি, অনগ্রসর কল্যান, উচ্চশিক্ষা দফতর এবং ব্লক স্তরের ‘ব্যাঙ্করস কমিটি’-র প্রতিনিধিরাও থাকবেন এই শিবিরে। এই শিবিরের লক্ষ্য হল ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পীদের অভিযোগ শুনে সমস্যার সমাধান করা। এবং সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধাগুলি সম্পর্কে সচেতন করা। শিল্পদ্যোগীদের ঋন সংক্রান্ত বা সরকারি অনুমোদন সংক্রান্ত সমস্যা থাকলে তার-ও সমাধান করতে হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন