📌 আজকের সংক্ষেপিত শিরোনাম
⚖ ডিএ মামলা: সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে আজ শুনানি।🌍 মমতা লন্ডনে: বাণিজ্য বৈঠকে বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা।🏏 আইপিএল: শুভমন বনাম শ্রেয়স, গুজরাত-পাঞ্জাবের লড়াই।⚖ নিয়োগ দুর্নীতি: কলকাতায় চলছে আদালতের শুনানি।☀ তাপমাত্রা বৃদ্ধি: কলকাতায় পারদ ছাড়াতে পারে ৩৫°।⚽ ভারত-বাংলাদেশ ম্যাচ: এশিয়ান কাপে আজ মুখোমুখি দুই দল।
সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে রাজ্যের ডিএ মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হতে চলেছে। দীর্ঘ তিন মাস পর নতুন বেঞ্চে স্থানান্তরিত হয়েছে এই বহুল প্রতীক্ষিত মামলা। আগে বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে থাকলেও, তাঁর অবসরের কারণে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়েছে। এবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হবে শুনানি।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের রায় অনুসারে, রাজ্য সরকারকে কেন্দ্রের হারে ডিএ দিতে হবে। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে মামলা দায়ের হলেও, এতদিন নিয়মিত শুনানি হয়নি। আজকের শুনানিতে মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে আছেন লক্ষাধিক রাজ্য সরকারি কর্মচারী।
লন্ডনে বাণিজ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বৈশ্বিক বিনিয়োগ টানতে আজ লন্ডনে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠকে অংশ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ইউকে-ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল’, ‘ফিকি’ এবং ‘পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম’-এর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টায়) সেন্ট জেমস কোর্ট হোটেলের এডওয়ার্ডিয়ান হলে অনুষ্ঠিত হবে সভাটি।
বাণিজ্য সম্প্রসারণ ও রাজ্যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাকিংহাম প্যালেসের কাছেই অবস্থিত এই হোটেলেই আপাতত অবস্থান করছেন তিনি। বৈঠকে কী ধরনের বিনিয়োগ আলোচনা হয়, সে দিকে নজর থাকবে সবার।
আইপিএলে আজ শুভমন গিল বনাম শ্রেয়স আইয়ার
আজ আইপিএলের ময়দানে প্রথম নামছে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, যাদের নেতৃত্বে রয়েছেন কলকাতার গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ার। নতুন দলে এসে তিনি পাঞ্জাবকে জয়ের স্বাদ দিতে পারেন কি না, সেটাই দেখার।
সন্ধ্যা ৭:৩০টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও জিয়ো-হটস্টারে। দুই তরুণ অধিনায়কের প্রথম লড়াই মাঠে কীভাবে প্রতিফলিত হয়, তা নিয়ে ক্রীড়ামোদীদের উত্তেজনা তুঙ্গে।
কলকাতায় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি
প্রাথমিক শিক্ষকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতার বিচার ভবনে। ইতিমধ্যে ইডি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়সহ বেশ কয়েকজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। নতুন মোড় এসেছে যখন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য ‘রাজসাক্ষী’ হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন তাঁর মামা।
মঙ্গলবারও চলবে সাক্ষ্যগ্রহণ পর্ব। মামলার নতুন কোন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।
আবার বাড়ছে গরম, কতটা চড়বে পারদ?
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে সপ্তাহের শেষে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের তাপমাত্রা আগামী তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতার পারদ ৩৫ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
এশিয়ান কাপে আজ ভারত বনাম বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে আজ ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ দলের বিরুদ্ধে। অবসর ভেঙে ফিরে আসার পর প্রথম ম্যাচেই গোল করেছেন সুনীল ছেত্রী, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
শিলংয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও জিয়ো-হটস্টারে। ভারত কি এবার এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করতে পারবে? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার!