রাজনীতির অন্যতম আলোচিত মুখ, প্রাক্তন বিজেপি সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবার জীবনসঙ্গিনী বেছে নিচ্ছেন। আসন্ন শুক্রবার, গোধূলি লগ্নে, নিজের নিউ টাউনের বাড়িতে একান্ত ঘরোয়া অনুষ্ঠানে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে।
দীর্ঘদিনের রাজনৈতিক সফর শেষে অবশেষে ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন দিলীপবাবু। পাত্রী রিঙ্কু একজন গৃহবধূ এবং বিবাহবিচ্ছিন্না। তাঁর এক পুত্র রয়েছেন, যিনি সেক্টর ফাইভের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।
সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক কাজের সূত্রে দিলীপ ঘোষ ও রিঙ্কুর আলাপ। গত লোকসভা ভোটে পরাজয়ের পরে যখন দিলীপ ঘোষ কিছুটা নিরাশ ছিলেন, তখনই রিঙ্কু তাঁর পাশে দাঁড়ান এবং সংসার গঠনের প্রস্তাব দেন।
প্রথমদিকে রাজনীতিগত ব্যস্ততার কারণে দিলীপবাবু এই প্রস্তাবে রাজি হননি। তবে মায়ের অনুরোধ ও নিজস্ব উপলব্ধির পর অবশেষে সম্মত হন। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল ইডেনে কেকেআর বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীনই দুই পরিবারের মধ্যে ‘পাকা কথা’ হয়ে যায়।
বৃহস্পতিবার থেকেই দিলীপ ঘোষের বিয়ের খবর ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। সংবাদমাধ্যমে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি মজার ছলে বলেন, “কেন, আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ নাকি?”
তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, বরাবরের মতোই দিলীপ ঘোষ একটি ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সংঘ পরিবারের একাংশ এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন বলেও খবর, তবে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, এখন আর পিছু হটার উপায় নেই।
দলীয় মহলের মতে, দিলীপ ঘোষ এখনও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে এই নতুন জীবনসঙ্গীর আগমনে তাঁর ব্যক্তিগত জীবনে স্থিতি আসবে বলে বিশ্বাস করছেন ঘনিষ্ঠরা।
এখন দেখার বিষয়, ভবিষ্যতে কোনও বড় আকারের সামাজিক আয়োজন হয় কি না, যদিও দিলীপ ঘোষ নিজে কখনই আড়ম্বরের পক্ষপাতী নন।