হুগলী, ১৬ এপ্রিল ২০২৫:
হেরোইনের মতো মারাত্মক নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল হুগলী গ্রামীণ জেলা পুলিশ। আজ সকালে মগরা থানার পুলিশ এবং হুগলী জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথভাবে এক গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে বাঁশবেড়িয়া এলাকা থেকে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে।
সূত্রের খবর অনুযায়ী, উত্তর প্রদেশের বেরিলি থেকে প্রচুর পরিমাণে হেরোইন নিয়ে এক ব্যক্তি ট্রেনে চেপে হুগলীর বাঁশবেড়িয়ায় আসছিল। স্থানীয় একজন পাচারকারী সেই মাদক গ্রহণের জন্য প্রস্তুত ছিল বলে তথ্য আসে পুলিশের হাতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপরিকল্পিতভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
অভিযানে নেতৃত্ব দেন হুগলী জেলা পুলিশের DSP (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার IC দীপঙ্কর সরকার এবং CI সৌমেন বিশ্বাস। ভেরিফিকেশনের পর অভিযানে নামে মগরা থানার পুলিশ দল ও SOG। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বাঁশবেড়িয়া RR ক্যাম্প এলাকার একটি নির্জন জায়গায় যখন দুই পাচারকারী হেরোইন হস্তান্তরের চেষ্টা করছিল, তখন পুলিশ চারদিক ঘিরে ফেলে এবং দু’জনকেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।ধৃতদের নাম –
১. কাশীনাথ গুপ্তা, বসবাস – বেরিলি, উত্তর প্রদেশ
২. বিজয় জয়সোয়াল, বসবাস – কোলবাজার, বাঁশবেড়িয়া, মগরা
তাদের কাছ থেকে উদ্ধার হয় ২০৮ গ্রাম হেরোইন এবং একটি স্কুটার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের পর, মগরা থানার পক্ষ থেকে suo-moto ভিত্তিতে NDPS আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। আজই ধৃতদের আদালতে পেশ করা হয় এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
হুগলী গ্রামীণ জেলা পুলিশের এই সফল অভিযান মাদক বিরোধী লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।