ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুল, সাহাগঞ্জ-হুগলিতে ১৬ই এপ্রিল (বুধবার) আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান। “ফ্রেশার্স ওয়েলকাম” নামে পরিচিত এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Gerry Arathoon, প্রাক্তন চিফ এক্সিকিউটিভ এবং সেক্রেটারি, CISCE, New Delhi। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ও স্বনামধন্য লেখক শ্রী তাপস কুমার সিনহা মহাশয়। তাঁর সঙ্গে ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ম্যানেজমেন্ট কমিটির বিশিষ্ট সদস্যরা।
শুভ উদ্বোধনের পর ভাইস প্রিন্সিপাল শ্রী নীলরতন চৌবে একটি হৃদয়গ্রাহী প্রারম্ভিক বক্তব্য রাখেন। এরপর একে একে শুরু হয় ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা—নৃত্য, কবিতা পাঠ, একক সঙ্গীত ও যন্ত্রানুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য নাম: সহ-সভাপতি রঞ্জিত সিং, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কোষাধ্যক্ষ উপেন্দ্র যাদব, নীরজ শ্রীবাস্তব, দিলীপ সিং, অনুপ শীল, সুপ্রিয়া ভদ্র, শম্পা বালা, গীতিকা ঘোষ এবং আনুষ্কা বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি শ্রী দেবাশীষ বালা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাব্যবস্থা ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের উপর গুরুত্বারোপ করা হয়, যা উপস্থিত অভিভাবকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।
স্কুলের শিক্ষকদের সমবেত সঙ্গীত পরিবেশনা এবং ছাত্র ঋষি বালার একক যন্ত্রানুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে। এরপর শিক্ষিকা বৃন্দের সমবেত নৃত্য এবং শেষে কলকাতার বিখ্যাত একটি ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রী তাপস কুমার সিনহা তাঁর সমাপনী ভাষণে সকল অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
Tags
নিউজ ডেস্ক