কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু: পীরজাদা আব্বাস সিদ্দিকীর তীব্র নিন্দা

২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের বৈসারণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হন। এই হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক প্রাণ হারান। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হামলাকারীরা পর্যটকদের ধর্ম যাচাই করে অমুসলিম পুরুষদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF), যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠন বলে ধারণা করা হচ্ছে। 
এই মর্মান্তিক ঘটনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “মানবতার শত্রুদের প্রতি আমাদের ধিক্কার! আমরা এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি।” তিনি আরও বলেন, “এই হামলা শুধু নিরীহ মানুষের ওপর নয়, এটি মানবতার ওপর আঘাত। আমরা সরকারের কাছে দাবি জানাই, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে “দুঃখজনক ও মর্মান্তিক” বলে অভিহিত করে দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীরে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সরকার ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ইন্দাস জলচুক্তি স্থগিত এবং সীমান্ত বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।



Sk Zabihullah

সেখ জাবিহুল্লাহ একজন প্রতিভাবান সাংবাদিক, পেশাদার সম্পাদক ও দক্ষ গ্রাফিক ডিজাইনার। তিনি নির্ভুল তথ্য বিশ্লেষণ, চমৎকার সম্পাদনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার লেখনীতে থাকে বাস্তবতার প্রতিচ্ছবি ও পাঠকের হৃদয় ছোঁয়ার মতো গভীরতা। গ্রাফিক ডিজাইনে তিনি নান্দনিকতা ও কার্যকারিতার অপূর্ব সমন্বয় ঘটান। সাংবাদিকতা ও সৃজনশীল জগতে তিনি একজন নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন