নয়াদিল্লি, ৪ এপ্রিল: সংসদে ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ নিয়ে ভোটাভুটির গুরুত্বপূর্ণ দিনে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই তিন সাংসদ হলেন ঘাটালের দেব, বীরভূমের শতাব্দী রায় ও কোচবিহারের জগদীশচন্দ্র বাসুনিয়া। দলের কড়া অবস্থানের পরও তাঁদের সংসদে না থাকা নিয়ে দলের অন্দরেই অসন্তোষ দেখা দিয়েছে।
তৃণমূলের অবস্থান ও সাংসদদের অনুপস্থিতি
ওয়াকফ বিল নিয়ে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। সংসদের যৌথ কমিটির বৈঠকে দলটির প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সোচ্চার ছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ ভোটের রাতে এই তিন সাংসদ সংসদে উপস্থিত ছিলেন না।
তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, দেব, শতাব্দী ও জগদীশ এই বিতর্ক ও ভোটাভুটির সময়ে সংসদে ছিলেন না। দলের সূত্রে জানা গেছে, দেব শুটিংয়ের জন্য ঝাড়খণ্ডে ছিলেন এবং তিনি আগেই সংসদীয় দলকে সে বিষয়ে জানিয়েছেন। তবে শতাব্দী রায় ও দেবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জগদীশ বাসুনিয়া জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
দলের প্রতিক্রিয়া ও সম্ভাব্য শাস্তি
তৃণমূলের সংসদীয় দল ইতিমধ্যেই বিধানসভায় ধারাবাহিক অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এবার একই পথে সাংসদদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হতে পারে কি না, তা নিয়ে জল্পনা চলছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
তৃণমূল নেতৃত্বের একাংশ এই অনুপস্থিতিকে ‘দিনের গুরুত্ব অনুধাবন না করার’ সামিল বলে মনে করছেন এবং এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মত প্রকাশ করেছেন। ফলে, ভবিষ্যতে দলের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।