লক্ষ্য ২০২৬-এর নির্বাচন: শ্রমজীবী মানুষের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশে লাল স্রোত

কলকাতা:

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনৈতিক উত্তাপ ছুঁয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে। রাজ্যের রাজনীতিতে ক্রমেই বাড়ছে মেরুকরণ, আর ঠিক তখনই এক নতুন বার্তা দিতে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বামপন্থী শ্রমজীবী সংগঠনগুলির ডাকা ব্রিগেড সমাবেশ। মূলত শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বামেদের উপস্থিতি ঘিরে বাড়ছে আগ্রহ।

সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শনিবার সন্ধেয় ব্রিগেড মাঠে যান প্রস্তুতি খতিয়ে দেখতে। তাঁর কথায়, “মানুষের বেঁচে থাকার যে লড়াই চলছে, সেটাই আমাদের ব্রিগেড সমাবেশের মূল বার্তা। তাঁদের দাবি নিয়েই হবে এই জমায়েত।”

ব্রিগেডের মূল মঞ্চটি তৈরি হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থ নিয়ে, উচ্চতায় ১০ ফুট। ত্রি-স্তরীয় এই মঞ্চে একে একে ভাষণ দেবেন বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের নেতারা। দক্ষিণমুখী এই মঞ্চের নিচে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ। দর্শকদের জন্য মূল মঞ্চের সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড এবং তার পর বসার জায়গা। প্রচণ্ড গরম মাথায় রেখে মাঠ জুড়ে জল ও চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে—রয়েছে দুটি মেডিক্যাল ক্যাম্প।

কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী হবে মোট সাতটি মিছিল, যার মধ্যে বৃহত্তম দুটি শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে শুরু হবে। দুপুর ৩টে থেকে সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। দূর-দূরান্ত থেকে আগত কর্মীদের জন্য শহরের বিভিন্ন প্রান্তে থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে দলের তরফে।

২০১১ সালের পর থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা বামেরা ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে একটিও আসন দখল করতে পারেনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও হতাশই করেছে ব্রিগেডে ভরসা রাখা কর্মী-সমর্থকদের। এমতাবস্থায়, ২০২৬-এর নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশকে ‘লাল ঝান্ডা’-র ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এবারের বক্তার তালিকায় রয়েছেন CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু, খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলির নেত্রী বন্যা টুডু, কৃষক নেতা অমল হালদার ও স্বাভাবিকভাবেই মহম্মদ সেলিম। সমাবেশে মূল ইস্যু হিসেবে থাকছে—জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, ২৬ হাজার চাকরি বাতিল ও মুর্শিদাবাদের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা।

লক্ষ্য একটাই—শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যাকে সামনে রেখে ভোটব্যাঙ্ক ফেরানো এবং রাজ্যে বামপন্থার প্রাসঙ্গিকতা আবার প্রমাণ করা। ব্রিগেড কি পারবে বাংলায় বামেদের নতুন উদয় ঘটাতে? আপাতত সেই দিকেই তাকিয়ে বাম কর্মী-সমর্থকরা।

Sk Zabihullah

সেখ জাবিহুল্লাহ একজন প্রতিভাবান সাংবাদিক, পেশাদার সম্পাদক ও দক্ষ গ্রাফিক ডিজাইনার। তিনি নির্ভুল তথ্য বিশ্লেষণ, চমৎকার সম্পাদনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার লেখনীতে থাকে বাস্তবতার প্রতিচ্ছবি ও পাঠকের হৃদয় ছোঁয়ার মতো গভীরতা। গ্রাফিক ডিজাইনে তিনি নান্দনিকতা ও কার্যকারিতার অপূর্ব সমন্বয় ঘটান। সাংবাদিকতা ও সৃজনশীল জগতে তিনি একজন নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন