ডানকুনি শুটআউট কাণ্ডে নতুন মোড়, মুম্বাই থেকে গ্রেফতার কাপ্তান ওরফে সিরাজ উদ্দিন শাহ
ডানকুনি: ডানকুনিতে প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল ডানকুনি থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে কাপ্তান ওরফে সিরাজ উদ্দিন শাহকে। অভিযুক্তকে জেরা করে ঘটনার আরও বিশদ তথ্য হাতে পাচ্ছে পুলিশ।
গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডানকুনির দিল্লি রোডের ধারে গুলি করে খুন করা হয় জেসিবি চালক বান্টি সাউকে। এই ঘটনায় মার্চ মাসে মূল অভিযুক্ত দিলীপ সাউকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই কাপ্তান ওরফে সিরাজ উদ্দিন শাহের নাম উঠে আসে। খুনের পর এলাকা ছেড়ে পালিয়ে মুম্বাইয়ে আত্মগোপন করে সিরাজ উদ্দিন। আত্মীয়-পরিজনদের মোবাইল ফোনে নজরদারি চালিয়ে তার অবস্থান চিহ্নিত করে পুলিশ। এরপরেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দিলীপ সাউ ও সিরাজ উদ্দিন দীর্ঘদিনের বন্ধু। দিলীপের বিয়ের সময় তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দায়ের করা অভিযোগে এর আগেও দুজনকেই কারাবরণ করতে হয়েছিল। সম্প্রতি দিলীপের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ক্ষিপ্ত হয়ে, পরিকল্পনা করে বান্টি সাউকে খুন করে তারা।
ডানকুনি থানার পুলিশ ইতিমধ্যেই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। শনিবার দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে খুনের ঘটনার পুনর্গঠন করা হয় ঘটনাস্থলে।
তবে বান্টিকে খুনের সঠিক কারণ জানতে চাওয়া হলে এখনও কোনও স্পষ্ট উত্তর দেয়নি দিলীপ সাউ, জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে আসছে একাধিক তথ্য, যার ভিত্তিতে গোটা ঘটনার নেপথ্য কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।