বন্দিদের আইনি সচেতনতা বৃদ্ধিতে অভিনব পদক্ষেপ, সমাজকর্মী অলকানন্দা রায়ের বিশেষ উপস্থিতি
হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA), চুচুড়া জেলা সংশোধনাগারে এক বিশেষ আইন সচেতনতা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সংশোধনাগারের বন্দিরা নিজেরাই সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আইনি বিষয়ে নিজেদের উপলব্ধি তুলে ধরেন।
এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী অলকানন্দা রায়। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তদারকি করেন হুগলি জেলা ও দায়রা বিচারক ও DLSA-র চেয়ারম্যান শ্রী শান্তনু ঝা, এবং DLSA-র সম্পাদক শ্রীমতী মানালী সামন্ত।
চুচুড়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘আরোগ্য’ বন্দিদের সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করে। তাদের সহায়তায় বন্দিরা একটি নাটক পরিবেশন করেন, যা দর্শকদের বিশেষভাবে প্রভাবিত করে ও সর্বমহলে প্রশংসিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলার মাননীয় জেলাশাসক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক শ্রী সঞ্জয় শর্মা, শ্রী মানবেন্দ্রনাথ সরকার, দেওয়ানি আদালতের বিচারক শ্রী অভিষেক মান্না, শ্রীমতী প্রজ্ঞামিতা সেন সরকার, শ্রীমতী সায়ন্তনী দে তরফদার ও শ্রীমতী শিউলি দে।
এই সচেতনতা শিবির বন্দিদের মধ্যে আইনি অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি ও সমাজের মূল স্রোতে ফিরে আসার অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশোধনাগারের আবহে এই ধরনের উদ্যোগ বন্দিদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক হয়।
হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ ভবিষ্যতেও এই ধরনের সচেতনতা মূলক ও মানবিক প্রকল্প চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
Tags:
নিউজ ডেস্ক