সেখ জবিহুল্লাহ, ডানকুনি, ২০ এপ্রিল ২০২৫ :
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ফিলিস্তিনে চলমান মানবিক সংকট ও সহিংসতার প্রেক্ষাপটে, ডানকুনির যুব সমাজ এগিয়ে এসেছে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে। "TEAM BONG PRIYO DANKUNI" নামে একটি তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন আজ ডানকুনির চাকুন্দি গ্রামে ফান্ড কালেকশনের জন্য পথে নামে।
এই টিমের সদস্যরা জানান, “আমরা জনাই, আমরা আল্লাহর জন্য কাজ করছি, কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমাদের লক্ষ্য শুধুমাত্র ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।” তাঁরা আরও জানান, সংগৃহীত অর্থ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ফিলিস্তিনে প্রেরণ করা হবে এবং সেই ফান্ড পাঠানোর ও প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিও ও প্রমাণ প্রকাশ করা হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে।
এই মহৎ উদ্যোগে চাকুন্দি এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং যথেষ্ট আর্থিক সহযোগিতা প্রদান করেন। এলাকার বিভিন্ন পরিবার, ব্যবসায়ী এবং তরুণ-তরুণীরা টিমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
"TEAM BONG PRIYO DANKUNI"-এর এমন মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে এবং তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করছে।
Click Here 👇