ওয়াকফ বিল বিতর্কে ভাঙনের মুখে নীতীশ কুমারের জেডিইউ

পাটনা, ৪ এপ্রিল: সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ সমর্থন করায় চাপের মুখে পড়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। মুসলিম সম্প্রদায়ের একাংশ, বিশেষ করে অনগ্রসর মুসলিম নেতারা, দলের এই অবস্থানে অসন্তুষ্ট হয়ে দল ছাড়ার ঘোষণা করেছেন।

প্রথম সারির মুসলিম নেতাদের দলত্যাগ

লোকসভায় ওয়াকফ বিল পেশের আগে থেকেই জেডিইউ-র শীর্ষ মুসলিম নেতা গুলাম ঘাউস এই বিলকে ‘মুসলিম বিরোধী’ বলে চিহ্নিত করেছিলেন এবং তা সমর্থন না করার জন্য দলীয় নেতৃত্বকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই অনুরোধ গ্রাহ্য হয়নি। সংসদের দুই কক্ষে বিলটি পাশ হতেই বৃহস্পতিবার জেডিইউ ছেড়েছেন দলের প্রভাবশালী মুসলিম নেতা কাশিম আনসারি এবং মহম্মদ নওয়াজ মালিক। সূত্রের খবর, তাঁরা লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-তে যোগ দিতে পারেন।

নীতীশের জন্য চ্যালেঞ্জের মুখে মুসলিম ভোটব্যাঙ্ক

ওয়াকফ বিল বিতর্কের আবহে মাস কয়েক আগেই জেডিইউ-এর প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও পসমন্দা মুসলিম নেতা আলি আনোয়ার কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে, মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে জেডিইউ-এর জনপ্রিয়তা কমতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বিহারের বিধানসভা ভোট আসন্ন, এবং সেখানে মুসলিম ভোটব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতীশ কুমারের দল দীর্ঘদিন ধরেই অনগ্রসর মুসলিমদের সমর্থন পেয়ে এসেছে, তবে ওয়াকফ বিতর্কের জেরে এই সমর্থন দুর্বল হতে পারে। এতে বিজেপি ও আরজেডির মধ্যে ভোট ভাগাভাগির সমীকরণেও বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন